সর্বশেষ

আন্তর্জাতিক

ভয়েস অব আমেরিকায় চাকরি হারাচ্ছেন ৫০০-র বেশি কর্মী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৩:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার (ভিওএ) ৫০০-র বেশি কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

এই পদক্ষেপের মাধ্যমে ভিওএ-র কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সীমিত হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (৩০ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ভয়েস অব আমেরিকার নিয়ন্ত্রক সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার (USAGM) ভারপ্রাপ্ত প্রধান কারি লেক এই ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, "এই সিদ্ধান্ত ফেডারেল আমলাতন্ত্র কমাবে, সংস্থার কার্যকারিতা বাড়াবে এবং মার্কিন করদাতাদের অর্থ সাশ্রয়ে সহায়তা করবে।"

তবে কর্মচারীদের ইউনিয়ন এই পদক্ষেপকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছে।

আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, মোট ৫৩২টি পদ বিলুপ্ত করা হবে, যার মধ্যে বেশিরভাগই ভয়েস অব আমেরিকার বিভিন্ন বিভাগে। ছাঁটাইয়ের পর ভিওএ-তে কেবল ১০৮ জন কর্মী অবশিষ্ট থাকবেন।

এর আগে চলতি বছরের জুন মাসেও ৬৩৯ কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছিল। তবে কাগজপত্রে ত্রুটির কারণে সেসব নোটিশ পরে প্রত্যাহার করা হয়। এরপর একাধিক কর্মী আইনি পথে এই সিদ্ধান্তের বিরোধিতা করেন।

সম্প্রতি আদালতের এক রায়ে বলা হয়, ভয়েস অব আমেরিকার সাবেক পরিচালক মাইকেল আব্রামোভিটজকে বরখাস্ত করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি। এরপরই গত শুক্রবার রাতে নতুন করে ছাঁটাইয়ের ঘোষণা আসে। আদালত কারি লেককে আইনজীবীদের জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ারও নির্দেশ দিয়েছেন।

এদিকে ভিওএ-র একদল কর্মচারী এই পদক্ষেপকে ঠেকাতে মামলা করেছেন। তারা এক বিবৃতিতে বলেন, "আমরা মনে করি লেকের এ ধরনের কার্যক্রম ভয়েস অব আমেরিকাকে ধ্বংস করার উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। আদালতে তার বক্তব্য থেকে এটা পরিষ্কার হবে যে তিনি আইন লঙ্ঘন করেছেন কি না।"

প্রসঙ্গত, ভয়েস অব আমেরিকার বেশিরভাগ সাংবাদিক চলতি বছরের মার্চ মাস থেকেই প্রশাসনিক ছুটিতে আছেন। তবে সাম্প্রতিক ইসরাইল-ইরান যুদ্ধ শুরু হলে কিছু ফারসি ভাষার সাংবাদিককে কাজে ফিরিয়ে আনা হয়। মায়ামি থেকে পরিচালিত কিউবা সম্প্রচার বিভাগের সাংবাদিকরা আপাতত ছাঁটাইয়ের আওতার বাইরে থাকবেন বলেও জানানো হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নাৎসি প্রোপাগান্ডার বিরুদ্ধে সত্য প্রচারের লক্ষ্যে প্রতিষ্ঠিত ভয়েস অব আমেরিকা বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিসেবে বিবেচিত।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন