সর্বশেষ

আন্তর্জাতিক

এসসিও সম্মেলনে যোগ দিতে চীন পৌঁছেছেন পুতিন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৩:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে তিনি উত্তর চীনের তিয়ানজিন শহরে অবতরণ করেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আয়োজনে এই সম্মেলন চলবে রোববার ও সোমবার বন্দর নগরী তিয়ানজিনে।

এই সম্মেলনে অংশ নিচ্ছেন চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও বেলারুশের নেতারা। এ ছাড়া আরও ১৬টি দেশ পর্যবেক্ষক কিংবা সংলাপ অংশীদার হিসেবে যুক্ত থাকছে। সম্মেলন উপলক্ষে বেইজিংয়ে বুধবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হচ্ছে বিশাল সামরিক কুচকাওয়াজ।

রাশিয়া ও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পুতিন এই সম্মেলনে অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সম্মেলন বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এসসিওর সক্ষমতা বৃদ্ধি করবে এবং একটি ন্যায্য, বহুমেরু বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ ও তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে চীন ও রাশিয়ার সম্পর্কের অবনতি ঘটায়, এই দুই দেশ এসসিও’র মতো প্ল্যাটফর্মকে বিকল্প শক্তি জোট হিসেবে উপস্থাপন করতে আগ্রহী।

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডিলান লোহ বলেন, চীন দীর্ঘদিন ধরেই এসসিওকে পশ্চিমা নেতৃত্বাধীন ব্যবস্থার বিকল্প একটি বহুপাক্ষিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাইছে, যা ‘অধিকতর গণতান্ত্রিক’ বলে দাবি করা হয়।

২০০১ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার এবারের সম্মেলনকে ইতিহাসের সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে। অংশগ্রহণ করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানসহ ২০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান।

এর আগে শনিবার (৩০ আগস্ট) চীনে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেইজিংয়ে পৌঁছালে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। সফরে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে, সীমান্ত উত্তেজনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের শুল্কনীতি— এসব ইস্যু আলোচনায় উঠে আসবে।

বিশ্লেষকরা বলছেন, এসসিও সম্মেলন এবার শুধু নিরাপত্তা ও অর্থনীতি নয়, বিশ্ব রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য পুনর্গঠনের ইঙ্গিতও দিচ্ছে।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন