সর্বশেষ

রাজনীতি

হাসনাতের খোঁজ খবর নিলেন রুমিন, পাঠালেন উপহারও!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ২:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর খোঁজখবর নিতে লোক পাঠিয়েছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। একইসঙ্গে পাঠিয়েছেন উপহারও।

শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে পূর্বে কিছু মতবিরোধ থাকলেও, বর্তমানে তিনি তাদের খবর নিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়ে উপহারও পাঠিয়েছেন। বিষয়টিকে তিনি রাজনীতিতে ইতিবাচক বার্তা হিসেবে উল্লেখ করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, "আমরা চাই না ২০২৪ সালের পর বাংলাদেশ আবার সহিংসতার পথে ফিরে যাক। মতপার্থক্য থাকবে, এটিই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু সহিংসতা গণতন্ত্রের শত্রু। কারও ইতিবাচক বার্তা অবশ্যই স্বাগত জানানো উচিত।"

বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, ব্যারিস্টার রুমিন ফারহানার পৈতৃক বাড়ি বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে অবস্থিত।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন