সর্বশেষ

সারাদেশ

রূপগঞ্জে নীলিমা টেক্সটাইলসে ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ঘোষবাড়ি এলাকায় অবস্থিত নীলিমা টেক্সটাইলসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী শ্রমিক ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, হঠাৎ করেই কারখানার সেডের ভেতর থেকে আগুন দাউদাউ করে জ্বলে ওঠে এবং মুহূর্তেই তা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় কারখানায় কর্মরত শ্রমিকরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মাহফুজার রহমান জানান, আগুনে কারখানার তৈরিকৃত তোয়ালে ও বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটতে পারে।

ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানান সংশ্লিষ্টরা।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন