সর্বশেষ

প্রবাস

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ  ১০৪ জনকে প্রবেশে বাধা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ২:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (KLIA) ১০৪ জন বিদেশিকে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি।

মালয়েশিয়ান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKSEM) জানিয়েছে, ইমিগ্রেশন আইনের আওতায় নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সুরক্ষা সংস্থার এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার (২৯ আগস্ট) বিমানবন্দরে কঠোর স্ক্রিনিং ও পরিদর্শন প্রক্রিয়ার সময় এসব যাত্রীকে চিহ্নিত করা হয়। তাদের মধ্যে অধিকাংশই এসেছেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে। যদিও কতজন বাংলাদেশি এই তালিকায় রয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

মালয়েশিয়ান পত্রিকা সিনার হারিয়ান-এর শনিবারের (৩০ আগস্ট) প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীদের অনেকেই মালয়েশিয়ায় ভ্রমণের উদ্দেশ্য সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি। কারও ছিল না বৈধ রিটার্ন টিকিট, কেউ আবার বসবাসের উপযুক্ত ব্যবস্থা দেখাতে ব্যর্থ হন। অনেকে সন্দেহজনক তথ্য দেওয়ায় তাদের প্রবেশও বাতিল করা হয়েছে।

এদিকে সংস্থাটি আরও জানিয়েছে, অতীতে প্রবেশে বাধাপ্রাপ্ত ২৮৮ জন যাত্রী এখনও কুয়ালালামপুর বিমানবন্দরে অবস্থান করছেন এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

সুরক্ষা সংস্থা বলেছে, দেশের প্রবেশপথগুলোতে নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থান অব্যাহত থাকবে। শুধুমাত্র যেসব যাত্রী নির্ধারিত শর্ত পূরণ করতে পারবেন, তাদেরই মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন