সিরিজে দাপুটে সূচনা, নেদারল্যান্ডসকে উড়িয়ে দিল বাংলাদেশ

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৬:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
মাত্র ১৩৭ রানের লক্ষ্য, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সেই তুলনায় ম্যাচটি হয়ে দাঁড়ায় একরকম অনুশীলনেরই মঞ্চ।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করে নেদারল্যান্ডস। বাংলাদেশের হয়ে বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করেন তাসকিন আহমেদ। ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। সাইফ হাসান নেন ২টি এবং মোস্তাফিজুর রহমানের শিকার ১ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মনোভাব দেখায় টাইগাররা। ইনিংসের প্রথম ওভারে স্পিনার আরিয়ান দত্তকে দুই চার ও এক ছক্কা মেরে ১৪ রান তুলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। যদিও বড় ইনিংস খেলতে পারেননি তিনি, ৮ বলে ১৫ রান করে আরিয়ানের বলেই বোল্ড হয়ে ফেরেন সাজঘরে।
এরপর তানজিদ তামিম ও লিটন দাসের ব্যাটে গড়ায় ৩৯ বলে ৬৬ রানের দুর্দান্ত জুটি। ২৪ বলে ২৯ রান করে বিদায় নেন তানজিদ। তবে লিটন দাস ছিলেন দুর্দান্ত ছন্দে। ২৬ বলে অর্ধশতক পূর্ণ করে ম্যাচ শেষ করেন ৫৪ রানে অপরাজিত থেকে। তার সঙ্গে সাইফ হাসান অপরাজিত থাকেন ১৯ বলে ৩৬ রান করে।
নেদারল্যান্ডসের পক্ষে সর্বোচ্চ ২৬ রান আসে তেজা নিদামানুরুর ব্যাটে। ওপেনার ম্যাক্স ও'ডাউড করেন ২৩ রান, টিম প্রিংগেল ১৬ ও শরিজ আহমেদ করেন ১৫ রান। বল হাতে একটি করে উইকেট শিকার করেন আরিয়ান দত্ত ও টিম প্রিংগেল।
দারুণ বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।
১১৮ বার পড়া হয়েছে