নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএনপির: তারেক রহমান

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৫:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের সকল বৈধভাবে বসবাসরত জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করে একটি নিরাপদ ও অংশগ্রহণমূলক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহে অনুষ্ঠিত জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই অঙ্গীকার করেন।
ময়মনসিংহ নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনে দেশের ১২টি জেলার ১৮টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
তারেক রহমান বলেন, “বাংলাদেশ শুধু বাঙালির নয়, বরং বৈধভাবে বসবাসকারী সব জাতিগোষ্ঠীর। পাহাড় ও সমতলে বসবাসকারী সবার অধিকার সুরক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষমতায় গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সরকারি চাকরির সুযোগ সহজ করার পরিকল্পনা রয়েছে আমাদের।”
তিনি জানান, বিএনপির সব স্তরের কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে এবং আগামী নির্বাচনের রূপরেখায় পাহাড়ি ও সমতল এলাকার উন্নয়নে ৩১ দফা কর্মপরিকল্পনা রাখা হয়েছে।
তিনি আরও বলেন, “১৯৭৬-৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৃহত্তর ময়মনসিংহে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের জীবনমান উন্নয়নে বিরিশিরি কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করেন। এ ধারাবাহিকতায় বিএনপি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষা, সংস্কৃতি, ও রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।”
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “দানবীয় শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক অভ্যুত্থানের সময় এসেছে। প্রত্যেক নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম চলবে। কাউকে সংখ্যালঘু বলা হবে না, সবাই সমান।”
তিনি আরও অভিযোগ করেন, দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে এবং উগ্রবাদ ছড়িয়ে দিয়ে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা হচ্ছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান।
জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জন জেত্রার সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ স্থানীয় নেতারা।
উল্লেখ্য, জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০০৭ সালে, যা ২০১৪ সালে বিএনপির কেন্দ্রীয় স্বীকৃতি পায়।
১১৭ বার পড়া হয়েছে