দৌলতপুরে মাদ্রাসা প্রধানের ওপর হামলার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৫:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে এক মাদ্রাসার প্রধান শিক্ষক ও পেশ ইমামের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ওলামা পরিষদের কুষ্টিয়া জেলা শাখা।
শনিবার সকাল ১০টায় হোসেনাবাদ বাজার ঈদগাহ মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম ও ওলামা পরিষদের কুষ্টিয়া জেলা সভাপতি মুফতি আব্দুল হামিদ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক ও আল্লারদর্গা ইদ্রীস আলী বিশ্বাস দাখিল মাদ্রাসার মোহাদ্দেস রফিকুল ইসলাম নদভী, সহসভাপতি আশরাফ আলী, যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা দেলোয়ার হোসেনসহ ওলামা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গত ১৬ আগস্ট জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রভাবশালী কয়েকজন ব্যক্তি — যার মধ্যে আব্দুল খালেক ও আব্দুল মালেক অন্যতম — মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আসাদুজ্জামানের ওপর হামলা চালান।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে একযোগে হামলার শিকার মাওলানা আসাদুজ্জামান ও তার পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন হেফাজতের নেতৃবৃন্দ। একইসঙ্গে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা।
১৬৮ বার পড়া হয়েছে