সর্বশেষ

সারাদেশ

নুরের ওপর হামলা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “নূরের ওপর হামলাটি অত্যন্ত জঘন্য ও নিন্দনীয়। জাতীয় পার্টি অতীতেও মানুষের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা ১৯৮২ থেকে ১৯৯০ পর্যন্ত সময়কালে গণতন্ত্রবিরোধী অবস্থান নিয়েছিল। এখন আবারও তাদের চরিত্র উন্মোচিত হচ্ছে। সম্প্রতি যে দাবিটি উঠেছে—জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হোক—তা আইনগত দিক বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এর আগে সকাল ১০টায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে টেলিভিশন সেন্টারপাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। পরে শহরের সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নাজিম উদ্দিন আহমেদ, ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ ড. আবু বকর সিদ্দিকী, জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর এবং গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন