রাজনীতি
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কাকরাইলে জাতীয় পার্টি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার
শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ১:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গণঅধিকার পরিষদসহ কিছু দলীয় নেতাকর্মী এই হামলার দায়ভারপ্রত্যাশী হলেও পরিস্থিতি শাসনের জন্য পুলিশ টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
ঘটনাক্রম:
বিকালে গণঅধিকার পরিষদ বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পৌঁছায়।
মিছিল পেরোনোর সময় পুলিশের দিকে ইট ও জুতা ছোড়া হয়।
সন্ধ্যা গড়িয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু হয়।
পুলিশ লাঠিচার্জে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে।
সংঘর্ষ চলছে চলছেই, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেলসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করেছে।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর