সর্বশেষ

সারাদেশ

পাঁচ শতাধিক দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ১২:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা এবং উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (৩০ আগস্ট ২০২৫) খাগড়াছড়ির পানছড়ির প্রত্যন্ত ছোট তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত মেডিক্যাল ক্যাম্পে এ কথা জানানো হয়।

খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে ও ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের সহযোগিতায় মোট পাঁচ শতাধিক দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছে। এই ক্যাম্পেইনটি খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন পানছড়ি আর্মি ক্যাম্পের উদ্যোগে পরিচালিত হয়।


ছোট তারাবনছড়া এবং আশেপাশের এলাকার পাহাড়ি জনগোষ্ঠী ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সুবিধা গ্রহণ করেন। ক্যাম্পে উপস্থিত ছিলেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রাকিবুল ইসলাম, এফসিপিএস, এমসিপিএস, ডিসিপি, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি, ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল এবং খাগড়াছড়ি এমডিএসের মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান, মেজর তুফা তুনাজ্জিনা ইসলাম, ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, ক্যাপ্টেন তাসমিয়া শফিকসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।


মেডিক্যাল ক্যাম্পটি সুষ্ঠ ও সফলভাবে সম্পন্ন করতে নিরাপত্তার প্রতিটি ব্যবস্থা নিশ্চিত করেন খাগড়াছড়ি জোন।

খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পার্বত্য চট্টগ্রামে সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদানে আমরা নিয়মিত মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”


এদিকে, স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন