সিলেটে ধোপাগুল থেকে আরও ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটের ভোলাগঞ্জ সড়কের ধোপাগুল এলাকা থেকে নতুন করে আরও ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে জেলা প্রশাসন।
শনিবার (৩০ আগস্ট) সিলেট সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে র্যাব সদস্যরা সহায়তা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ জানান, উদ্ধারকৃত এসব পাথর ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা থেকে চুরি হয়ে বিভিন্ন স্থানে মজুত করা হয়েছিল। এখন এসব পাথর পর্যটন কেন্দ্রটির সৌন্দর্য পুনরুদ্ধারে ব্যবহৃত হবে।
এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ধোপাগুল ও লালবাগ এলাকার পাঁচটি পুকুর থেকে প্রায় দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। এ পর্যন্ত সাদাপাথর এলাকা থেকে চুরি হওয়া প্রায় ২৮ লাখ ঘনফুট পাথরের সন্ধান মিলেছে। এর মধ্যে প্রায় ১৫ লাখ ঘনফুট পাথর ইতোমধ্যে মূল এলাকায় প্রতিস্থাপন করা হয়েছে।
নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম জানান, প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পূর্ণ হতে আরও কিছুদিন সময় লাগবে। তবে প্রশাসনের অব্যাহত তৎপরতার ফলে এলাকাটিতে পর্যটকের সংখ্যা বাড়ছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৫০০ শ্রমিক, ৪০০ নৌকা এবং ৩০০ ট্রাক দিয়ে পাথর প্রতিস্থাপনের কাজ পরিচালনা করা হচ্ছে।
১১৫ বার পড়া হয়েছে