ঠাকুমার মৃত্যুতে আল্লু অর্জুন শোকাহত, পাশে রাম চরণ

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৯:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
'পুষ্পা ২' মুক্তির পর নানা বিতর্ক আর চাপে থাকা আল্লু অর্জুন ফের পেলেন একটি দুঃসংবাদ। প্রয়াত হলেন তার প্রিয় ঠাকুমা, আল্লু কনকারত্নম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
পরিবারের এই ঘনিষ্ঠ সদস্যের মৃত্যুতে গভীর শোকাহত আল্লু অর্জুন। বর্তমানে তিনি পরিচালক অ্যাটলি কুমার–এর নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত থাকলেও খবরটি পাওয়ার পরপরই সব কাজ ফেলে দ্রুত হায়দরাবাদে ফিরে যান। সেখানেই ঠাকুমার শেষকৃত্য সম্পন্ন হবে।
মুম্বাই বিমানবন্দরে আল্লুকে দেখা যায় থমথমে মুখে, চুপচাপ।
এদিকে, আল্লুর চাচাতো ভাই রাম চরণ–ও ঠাকুমার মৃত্যু সংবাদ শুনে নিজের শুটিং ছেড়ে হায়দরাবাদে পৌঁছে গেছেন।
এর আগে ‘পুষ্পা ২’ মুক্তির পর এক রাতে জেলে থাকতে হয়েছিল আল্লু অর্জুনকে। সেই কঠিন সময়ে বাড়ি ফিরে তিনি যখন পরিবারের সান্নিধ্য খুঁজছিলেন, তখন তার পাশে ছিলেন এই ঠাকুমাই। নাতিকে সান্ত্বনা দিতে গিয়ে ঘরোয়া নানা নিয়ম-রীতি মেনে তাকে আগলে রাখতেন। তার চলে যাওয়া নিঃসন্দেহে আল্লুর জীবনে এক গভীর শূন্যতা তৈরি করেছে।
পুরো পরিবার এখন শোকের ছায়ায় আচ্ছন্ন।
১৩৪ বার পড়া হয়েছে