সর্বশেষ

আন্তর্জাতিক

'গাজা দখলের চেষ্টা ইসরাইলের জন্য ভয়াবহ অভিশাপে পরিণত হবে'

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৮:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা উপত্যকা দখলের যে কোনো প্রয়াস ইসরাইলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে দেওয়া এক ঘোষণায় তিনি এ কথা জানান।

আবু উবাইদা বলেন, “শত্রুর গাজা দখলের পরিকল্পনা তাদের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য এক ভয়াবহ অভিশাপে পরিণত হবে।” তিনি জানান, হামাসের যোদ্ধারা বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।

তিনি বলেন, “ইসরাইল যদি গাজা দখলের চেষ্টা চালায়, তবে তা আরও বড় ধরনের সামরিক ক্ষয়ক্ষতি, প্রাণহানি এবং নতুন বন্দির জন্ম দেবে। আমাদের যোদ্ধারা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলবে, ইনশাআল্লাহ, আগ্রাসীদের কঠিন শিক্ষা দেওয়া হবে।”


ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে আবু উবাইদা বলেন, “নেতানিয়াহু ও তার নাৎসি মন্ত্রিসভা ইচ্ছাকৃতভাবে জীবিত বন্দিদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার এবং নিহত বন্দিদের লাশ গায়েব করার পরিকল্পনা করছে।”

তিনি আরও জানান, হামাস তাদের হাতে থাকা ইসরাইলি বন্দিদের যথাসম্ভব নিরাপদে রাখবে এবং তারা ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে যুদ্ধক্ষেত্রেই অবস্থান করবে।


আবু উবাইদা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি দখলদার সেনারা নিহত হয়, তবে তাদের প্রতিটি নাম, ছবি এবং মৃত্যুর কারণ আল-কাসসাম ব্রিগেডস প্রকাশ করবে।”

মেহের নিউজ সূত্রে জানা গেছে, এই ঘোষণার মধ্য দিয়ে আল-কাসসাম ব্রিগেডস ইসরাইলকে বার্তা দিয়েছে যে, গাজা দখলের চেষ্টা কেবল রাজনৈতিকভাবে নয়, বরং সামরিকভাবেও চরম মূল্য দিতে হবে।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন