সারা-আয়ুষ্মানের শুটিং সেটে হামলা, আহত ক্রু সদস্যরা

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৭:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বলিউড অভিনেত্রী সারা আলি খান ও আয়ুষ্মান খুরানা বর্তমানে ব্যস্ত রয়েছেন তাদের আসন্ন ছবি ‘পতি পত্নী ২’-এর শুটিংয়ে। তবে সম্প্রতি এই ছবির শুটিং সেটে ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা।
শুটিং চলাকালীন হঠাৎ করেই স্থানীয় লোকজন ও চলচ্চিত্র সদস্যদের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। সেই ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, একদল উত্তেজিত স্থানীয় ব্যক্তি শুটিং ইউনিটের সদস্যদের উপর হামলা চালাচ্ছেন। কথাকাটির মধ্য দিয়ে শুরু হওয়া এই বিবাদ মুহূর্তেই রূপ নেয় হাতাহাতিতে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলাকারীদের কেউ কেউ কলার ধরে থাপ্পড় মারেন, আবার কেউ চুল ধরে টেনে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন ইউনিট সদস্যদের।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই বেশ কয়েকজন ক্রু সদস্য আহত হন বলে অভিযোগ উঠেছে। তবে কী কারণে এই হামলা, তা এখনো পরিষ্কার নয়। পুলিশ তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, ‘পতি পত্নী ২’ মূলত ২০১৯ সালের হিট ছবি ‘পতি পত্নী অউর ওহ’-এর সিক্যুয়েল। প্রথম পর্বে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান, অনন্যা পাণ্ডে এবং ভূমি পেডনেকর। সিক্যুয়েলটিতে এবার দেখা যাবে আয়ুষ্মান খুরানা, সারা আলি খান এবং ওয়ামিকা গাব্বিকে।
ছবির নির্মাতা সংস্থা এখনো আনুষ্ঠানিকভাবে ঘটনার বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।
১২৬ বার পড়া হয়েছে