সর্বশেষ

খেলা

নেদারল্যান্ডস সিরিজের আগে ফিট ইমন ও শামীম, নিশ্চিত করলেন কোচ সিমন্স

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৭:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজকে সামনে রেখে সিলেটে স্কিল ট্রেনিং ও নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল।

সেই অনুশীলন ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন বাঁ-হাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে ব্যথা পান তিনি, যা নিয়ে শঙ্কা তৈরি হয় তার খেলা নিয়ে।

তবে ম্যাচের আগের দিন (শুক্রবার) সংবাদ সম্মেলনে এসব শঙ্কা দূর করেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। তিনি জানিয়েছেন, ইমন এখন পুরোপুরি ফিট। তার সঙ্গে ইনজুরি থেকে সেরে উঠেছেন শামীম হোসেন পাটোয়ারিও।

সিমন্স বলেন, "আজকের (শুক্রবার) অনুশীলনে অংশ নিয়েছে ইমন ও শামীম। ম্যাচের আগে যে ধরনের ফিটনেস টেস্ট ও অনুশীলন প্রয়োজন, তারা সব কিছু করেছে। তাই খেলতে তাদের আর কোনো সমস্যা নেই।"

এর আগে বৃহস্পতিবার অধিনায়ক লিটন দাস জানিয়েছিলেন, ইমনের ইনজুরি নিয়ে তিনি কিছু জানেন না এবং টিম ম্যানেজমেন্ট থেকেও তাকে কিছু জানানো হয়নি। তবে কোচের কথায় এখন পরিষ্কার যে, দুজনই ম্যাচ খেলার জন্য প্রস্তুত।

বাংলাদেশ-নেদারল্যান্ডস মধ্যকার টি-২০ সিরিজ শুরু হবে আজ (শনিবার) সন্ধ্যা ৬টায়।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন