শিক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের প্রচারণার পঞ্চম দিনে প্রার্থীরা সক্রিয় সময় কাটাচ্ছেন।
ডাকসু নির্বাচনে পঞ্চম দিনের প্রচারণায় তৎপর প্রার্থীরা

স্টাফ রিপোর্টার
শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৭:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের প্রচারণার পঞ্চম দিনে প্রার্থীরা সক্রিয় সময় কাটাচ্ছেন।
শনিবার (৩০ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে তারা বিভিন্ন আবাসিক হলে গিয়ে ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত ছিলেন। বিভিন্ন পদে প্রার্থীতা ঘোষণা করা প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের কর্মসূচি ও পরিকল্পনা তুলে ধরে ভোট চান।
প্রার্থীরা নির্বাচিত হলে আবাসন সমস্যা সমাধান, খাবারের মানোন্নয়নসহ বিভিন্ন অঙ্গীকার ব্যক্ত করেন। তারা নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন।
কেউ কেউ অভিযোগ করেছেন যে, লেভেল প্লেয়িং ফিল্ড নেই এবং আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও ঘটছে। ভোটাররা শিক্ষার্থীদের সমস্যার কার্যকর সমাধান দিতে সক্ষম প্রার্থীকে ভোট দেওয়ার পরামর্শ দিচ্ছেন।
তফসিল মোতাবেক আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
১২৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর