খাগড়াছড়িতে পর্যটকদের অপহরণের চেষ্টা, ৪ অপহরণকারী আটক

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৭:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খাগড়াছড়িতে বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা ৬ পর্যটককে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। মাটিরাঙা সেনা জোন দ্রুত গতিতে চার অপহরণকারীকে আটক করে মাটিরাঙা থানায় হস্তান্তর করেছে।
এ ঘটনা শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকেলে ঘটে।
আটককৃতদের নাম- ঠিকানা হলো:
আতাউর রহমান সুজন (২২), দক্ষিণ গজ্ঞপাড়ার বজলুর রহমানের ছেলে, খাগড়াছড়ি
দ্বীন ইসলাম পারভেজ (৩০), ইসলামপুরের আবুল কালামের ছেলে
দেলোয়ার হোসেন (২৭), কলাবাগানের হোসেন আলীর ছেলে
নুনা প্রীয় চাকমা (৩৬), তেতুলতলার সুকুমার চাকমার ছেলে
খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনী আটক চার অপহরণকারীকে পুলিশে হস্তান্তর করেছে এবং এই বিষয়ে তদন্ত চলছে।
পর্যটকরা বুধবার রাতে খাগড়াছড়ি জেলা সদরের মাউন্ট-ইন হোটেলে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকালে তারা রাঙ্গামাটির উদ্দেশ্যে ঢাকা মেট্রো-ঘ-১৩-৬৭৯৮ নম্বরের গাড়িতে যাত্রা শুরু করেন। পথে মোটরসাইকেল তিনটি নিয়ে কিছু ব্যক্তি এসে গাড়ি থেকে তিনজনকে তাদের মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়, আর দুইজনকে সিএনজি যোগে রাঙ্গামাটিতে নিয়ে যায়।
অপহরণকারীদের মধ্যে খোরশেদ রাঙ্গামাটিতে গিয়ে ঢাকা থেকে আসা পর্যটকদের কাছ থেকে ৫৫ হাজার টাকা আদায় করে নিজাম ও তারিককে ছেড়ে দেয়। অপরদিকে সেলিমকে অপহরণকারী সঙ্গে নিয়ে যায়। পরে রাঙ্গামাটি থানা পুলিশ সেলিমকে উদ্ধার করে এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
অপর তিনজনকে গাড়ি এবং সঙ্গে রেখে ছেড়ে দেয়া হয়, তারা ঢাকার পথে রওনা হন। কিন্তু রাঙামাটি-ঢাকা রাস্তায় আবারও অপহরণকারীরা গাড়ি থামিয়ে দুইজনকে সাদা প্রাইভেটকারে তুলে খাগড়াছড়িতে নিয়ে যায়। এরপর মাটিরাঙা জোনের চেকপোস্টে অপহরণকারীদের আটক করে সেনাবাহিনী।
তদন্তে জানা গেছে, অপহরণকারীরা স্থানীয় স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত।
অপহরণের শিকার ব্যক্তিরা হলেন:
মুকাদ্দেস (৪০), সিরাজগঞ্জ খুকসা বাড়ির বরকত আলীর ছেলে
সেলিম আহমেদ (৫০), সিরাজগঞ্জ জেলার পুরান বাঙ্গা বাড়ির মৃত কেরামত আলীর ছেলে
এ ঘটনায় আরও দু’জন নিখোঁজ রয়েছেন, তারা হলেন:
অনিক তালুকদার (৪০) ও মমিন (৩৬), সিরাজগঞ্জের বাহীরগুলা গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, পর্যটক নিজাম (৩৫) ও তারেক (২৫) কে ছেড়ে দেওয়া হয়েছে।
১৫৯ বার পড়া হয়েছে