সর্বশেষ

সারাদেশ

৫০০ ফুট এলাকায় নদীর চর ডেবে যাওয়ার ঘটনায় স্থানীয়রা আতঙ্কে

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর এলাকায় ১৭ বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন খোলপাটুয়া নদীর চর হঠাৎ করে ডেবে যাওয়ার ফলে স্থানীয় মানুষদের মধ্যে ব্যাপক উদ্বেগ বিরাজ করছে।

আনুমানিক ৫০০ ফুট এলাকা জুড়ে নদীর চর ভেঙে গেলে আশপাশের কমপক্ষে ১০টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানায়, নদী ভাঙন রোধে তারা কয়েকদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও এখনো পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সঠিক সময়ে প্রয়োজনীয় সংস্কার ও প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে এই ভাঙন একটি বড় প্রাকৃতিক বিপর্যয়ে পরিণত হতে পারে, যা দীর্ঘমেয়াদে উপকূলীয় এলাকার নিরাপত্তার জন্যও হুমকি স্বরূপ।

বুড়িগোয়ালিনী ভামিয়া গ্রামের মাসুদ মোড়ল বলেন, “চরটি যদি দ্রুত সংস্কার না করা হয়, তবে শুধুমাত্র আমাদের ইউনিয়ন নয়, পার্শ্ববর্তী এলাকার কয়েক হাজার মানুষও প্লাবিত হবে। এতে কৃষিজমি, বসতবাড়ি এবং অন্যান্য অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।”

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, নদীর চর ভেঙে যাওয়ায় আশপাশের কমপক্ষে ১০টি গ্রামে ব্যাপক প্লাবনের আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদীর পানির চাপ বেড়ে যাওয়ায় চরটির দুর্বল অংশগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, “কয়েকদিন আগে আমরা ১৭ বিজিবি ব্যাটালিয়নের পাশে অবস্থিত খোলপাটুয়া নদীর চর ডেবে যাওয়ার বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবহিত করেছি, কিন্তু এখনো কোনো সমাধান হয়নি। জরুরি ভিত্তিতে চরটির ভাঙন রোধে জিও বস্তা ভর্তি বালু ডাম্পিং না করলে আমাদের ইউনিয়নসহ আশেপাশের এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা প্রবল।”

তিনি আরও জানান, “এ সময়ে মৎস্য ঘেরে চিংড়ি মাছের বাম্পার উৎপাদন চলছে। যদি চরটি ভেঙে যায়, তাহলে এখানে মৎস্য চাষিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।”

এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী বিভাগীয় প্রকৌশলী ইমরান হোসেন জানান, নীলডুমুরের খোলপাটুয়া নদীর চর ডেবে যাওয়া এলাকায় খুব দ্রুত জিও বস্তা ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙন রোধের কাজ শুরু করা হবে।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন