বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৬:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে শহরের সিটি কলেজ প্রাঙ্গণে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চেম্বার অফ কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম মিলন, ড্যাব নেতা ডাঃ হাসানুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে দিনব্যাপী ক্যাম্পে শহরের বিভিন্ন এলাকার ৩০০ এর বেশি দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ করা হয়। ঝিনাইদহ ও মাগুরার হাসপাতালের ডাঃ আসিফ হোসেন, ডাঃ তারিন শুভ, ডাঃ প্রান্ত এবং ডাঃ জোহান হোসেনসহ চারজন চিকিৎসক স্বাস্থ্যসেবা প্রদান করেন। বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে উপস্থিত দরিদ্ররা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।
১২৮ বার পড়া হয়েছে