সর্বশেষ

সারাদেশ

সীমান্ত থেকে আটক ১৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৬:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আটক ১৫ বাংলাদেশি নাগরিককে একটি পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর হাতে হস্তান্তর করেছে।

হস্তান্তরের এ প্রক্রিয়া সম্পন্ন হয় বুধবার (২৮ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে, সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের হাকিমপুর চেকপোস্ট এলাকায়। গণমাধ্যমে বৃহস্পতিবার রাতে পাঠানো বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এসব বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে প্রবেশের চেষ্টা করলে বিএসএফের সদস্যরা হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা, খুলনা ও পিরোজপুর জেলার নারী, পুরুষ ও শিশুরা রয়েছেন।

বৃহস্পতিবার পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে আমুদিয়া কোম্পানির কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বিজিবির পক্ষে তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এরপর বিজিবির একটি টহলদল তাদের নিয়ে সাতক্ষীরা সদর থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন:

মোঃ সেকেন্দার হোসেন (৩৩), পশ্চিম কৈখালী, শ্যামনগর, সাতক্ষীরা
মোঃ আব্দুল্লা গাজী (৩৮), নকিপুর, শ্যামনগর
ঝর্ণা খাতুন (৩৮), যোগেন্দ্রনগর, শ্যামনগর
রুহুল আমিন (৪০), খানাকুনিয়ারী, পিরোজপুর
শেফালী বেগম (৩৫), তার স্ত্রী
সুমাইয়া আক্তার (৭), তাদের কন্যা
মোছাঃ নাজমা বিবি (৩৩), কালিঞ্চি গোলাখালী, শ্যামনগর
মাহেরা আক্তার (৬), তার মেয়ে
নাজমুল হাসান নাইম (১৬), তার ছেলে
মিনা (১৩), তার মেয়ে
মর্জিনা বেগম (৪৪), মৃত জিয়ারুল ইসলামের স্ত্রী, জলমা, খুলনা
হাসিনা খাতুন (১০), তার মেয়ে
মোছাঃ মাফুজা খাতুন (৩৪), পূর্ব বিড়ালক্ষী, নওয়াবেঁকী, শ্যামনগর
তানিয়া সুলতানা (১০), তার মেয়ে
মাফুজ রহমান (২), তার ছেলে
এ ঘটনায় তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেম সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৭২৬, তারিখ: ২৮/৮/২০২৫) করেছেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, আটককৃত ১৫ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে এবং বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের পরিচয় ও পটভূমি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানাগুলোতে তথ্য পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে বৈধ অভিভাবকদের জিম্মায় তাদের হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন