ডেঙ্গুতে দেশে গত ২৪ ঘণ্টায় একজনেরও মৃত্যু হয়নি, আক্রান্ত ১৬৫

শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ১১:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আশার খবর হচ্ছে, এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, ঢাকা বিভাগে ৬৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৪ জন রয়েছেন।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আরও ১৬৫ জন রোগী। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ২৮ হাজার ৯৯৬ জন রোগী ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৫৪১ জনে। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৬ শতাংশ নারী।
চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ১১৮ জনে পৌঁছেছে।
১০৬ বার পড়া হয়েছে