সর্বশেষ

সারাদেশ

গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে ইউএনডিপি প্রতিনিধি দল

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল জেলার সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন ও কালিয়া উপজেলার বাবলা হাচলা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ‘গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়’ প্রকল্পের আওতায় ইউএনডিপির প্রজেক্ট কো-অর্ডিনেশন অ্যানালিস্ট ড. শংকর পাল নেতৃত্বাধীন প্রতিনিধি দল এ পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা এবং সহকারী সোহেল রানা ও ওমর ফারুক।

পরিদর্শনকালে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি ও পরিচালনা পদ্ধতি সরেজমিনে দেখা হয়। উপস্থিত ছিলেন ইউপি সদস্য, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, বিট পুলিশ কর্মকর্তা, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্ট অন্যান্যরা।

ড. শংকর পাল গ্রাম আদালতের কার্যক্রমকে সন্তোষজনক উল্লেখ করে বলেন, স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তিনি কার্যক্রম আরও গতিশীল করার জন্য নানা দিকনির্দেশনামূলক পরামর্শও প্রদান করেন।

২৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন