সর্বশেষ

সারাদেশ

গবাদিপশু থেকে ছড়াচ্ছে অজানা রোগ, আক্রান্ত শতাধিক

রংপুর প্রতিনিধি
রংপুর প্রতিনিধি

বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রংপুরের পীরগাছা উপজেলায় গবাদিপশু থেকে মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে এক রহস্যজনক সংক্রামক রোগ।

গত এক মাসে এ রোগে ৩০০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আক্রান্তদের হাতে শুরুতে চুলকানি ও ফুসকুড়ি দেখা দেয়, যা পরে কালো ঘায়ে পরিণত হয় এবং গভীর ক্ষতের সৃষ্টি করে।

এই রোগটি মূলত পীরগাছা সদর, তাম্বুলপুর, ছাওলা, পারুল ও ইটাকুমারী ইউনিয়নে ব্যাপকভাবে ছড়িয়েছে। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা সদর, ছাওলা ও তাম্বুলপুরে।

উপসর্গ মিলছে অ্যানথ্রাক্সের সঙ্গে
পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আঁখি সরকার জানিয়েছেন, প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ জন রোগী এমন উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। কখনো কখনো একই পরিবারের একাধিক সদস্য আক্রান্ত হচ্ছেন। তার মতে, রোগটির উপসর্গ অনেকটাই অ্যানথ্রাক্সের মতো।

স্থানীয়রাও জানাচ্ছেন, অসুস্থ গবাদিপশুর সংস্পর্শে আসার পরই তারা আক্রান্ত হন। কেউ গরুর সেবা করতে গিয়ে, কেউ ছাগল জবাইয়ের সময়, আবার কেউ মাংস স্পর্শ করার পর হাতে ফুসকুড়ি ও ঘা দেখতে পান। ঘাগুলিয়া গ্রামের জয়নাল মিয়া জানান, তার চাচা অসুস্থ গরু জবাই করার পর পরিবারের কয়েকজন সদস্যের হাতে ঘা দেখা দেয়।

স্বাস্থ্য বিভাগের টনক নড়েছে
প্রথম দিকে রোগটি নিয়ে স্বাস্থ্য বিভাগ বা প্রাণিসম্পদ অধিদপ্তরের তেমন কোনো তৎপরতা দেখা না গেলেও, গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। রংপুর স্বাস্থ্য বিভাগের একটি টিম এখন রোগ শনাক্তে কাজ করছে। অন্যদিকে প্রাণিসম্পদ দপ্তর মাঠ পর্যায়ে গবাদিপশুকে টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেছে।

রোগীদের অভিজ্ঞতা
আক্রান্ত ব্যক্তিদের ভাষ্যমতে, প্রাথমিক লক্ষণ হিসেবে হাতে চুলকানি শুরু হয়, এরপর ফুসকুড়ি, যা ঘায়ে রূপ নেয় এবং তীব্র জ্বালাপোড়ার সৃষ্টি করে। অনেকক্ষেত্রে ক্ষতস্থানে পচন ধরছে বলেও অভিযোগ উঠেছে।

সতর্কতা ও করণীয়
স্থানীয়দের আহ্বান জানানো হয়েছে, অসুস্থ গবাদিপশুর সংস্পর্শ এড়িয়ে চলতে এবং সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে। স্বাস্থ্য ও প্রাণিসম্পদ বিভাগ দ্রুত রোগটির প্রকৃতি নিশ্চিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশ্বাস দিয়েছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন