সর্বশেষ

সারাদেশ

গফরগাঁওয়ে অবরোধ শেষে ঢাকামুখী ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি

বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ ১০:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশু সাদাব হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে শিক্ষার্থীদের অবরোধে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা রেলপথ থেকে সরে গেলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন জানান,

“সাদাব হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে। এরপর আটকে থাকা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের উদ্দেশে যাত্রা শুরু করে, এবং রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।”
এর আগে দুপুর ১টার দিকে গফরগাঁও রেলস্টেশনে অবস্থান নিয়ে জামালপুর এক্সপ্রেস ট্রেন আটকে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের দাবির মূল বিষয় ছিল শিশু হত্যার দ্রুত বিচার ও অপরাধীদের গ্রেফতার।

শিশু সাদাব হত্যাকাণ্ড
নিহত সাদাব হোসেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারঘরিয়া গ্রামের প্রবাসী আল আমিনের ছেলে। সে মায়ের সঙ্গে গফরগাঁওয়ের দিঘিরপাড় গ্রামে নানা বাড়িতে থাকত।

গত ১১ জুলাই দুপুরে নিখোঁজ হয় সে। পরদিন স্বজনদের মোবাইল ফোনে দুটি নম্বর থেকে ৩০ হাজার ও ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ২০ হাজার ও ৮ হাজার টাকা দুটি বিকাশ নম্বরে পাঠানো হয়।

এরপর ১৫ জুলাই সকালে বাড়ির পাশে একটি পুকুরে পাওয়া যায় সাদাবের মরদেহ। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ময়মনসিংহ মেডিকেল কলেজে। শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করে থানায় মামলা দায়ের করা হয়।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন