জাতীয়
বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ (ছাত্র সংসদ) নির্বাচনে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সম্ভাবনা নেই : আইএসপিআর

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ ৯:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ (ছাত্র সংসদ) নির্বাচনে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে যে খবর প্রচারিত হয়েছে, তা সঠিক নয় এবং এ বিষয়ে সেনাবাহিনীকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী মোতায়েনের কোনো সম্ভাবনা নেই। সেনাবাহিনী মনে করে, বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করা সম্ভব।
বাংলাদেশ সেনাবাহিনী সকলের প্রতি শুভকামনা জানিয়েছে এবং আশাবাদ ব্যক্ত করেছে যে, নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
১৫৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর