এই সপ্তাহে মসজিদুল হারামে জুমার ইমামতি করবেন শায়খ সুদাইস

বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ ৯:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
এই সপ্তাহের পবিত্র জুমার দিনে (২৯ আগস্ট / ৬ রবিউল আওয়াল), মুসলিম বিশ্বের অন্যতম শ্রদ্ধেয় আলেম ও হারামাইন শরিফাইনের প্রেসিডেন্ট শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইস মক্কার মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন।
একই দিনে মদিনার মসজিদে নববিতে জুমার ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন খ্যাতিমান ইমাম শায়খ ড. আব্দুল বারি আত-তুবাইসি। এ তথ্য নিশ্চিত করেছে হারামাইন শরিফাইন ওয়েব পোর্টাল।
শায়খ সুদাইস: চার দশকের অধিক অভিজ্ঞতার ধারক
শায়খ সুদাইস ১৯৬০ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করেন। মাত্র ১২ বছর বয়সে তিনি সম্পূর্ণ কুরআন হিফজ করেন। ১৯৮৩ সালে রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে মাস্টার্স এবং উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে ইসলামী শরিয়ায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
তিনি দীর্ঘ ৪০ বছর ধরে মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি সৌদি সরকারের একজন মন্ত্রী পর্যায়ের পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
শায়খ আত-তুবাইসি: তরুণ বয়সেই আলেম হিসেবে প্রতিষ্ঠা
মদিনার মসজিদে নববির এই সপ্তাহের ইমাম শায়খ ড. আব্দুল বারি আত-তুবাইসি ১৩৮০ হিজরিতে মক্কায় জন্মগ্রহণ করেন এবং ওতাইবা গোত্রের একজন সদস্য। অল্প বয়সেই কোরআন হিফজ সম্পন্ন করার পর ১৩৮৯ হিজরিতে তিনি শরিয়াহ শিক্ষায় প্রবেশ করেন এবং ১৪০৪ হিজরিতে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
১৩৯৯ হিজরিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। এরপর ১৪১০ হিজরিতে মসজিদুল হারামে তারাবিহ নামাজের ইমাম হিসেবে এবং ১৪১৪ হিজরিতে মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পান।
হারামাইন শরিফাইনের নামাজের ফজিলত
মসজিদুল হারাম ও মসজিদে নববি মুসলিমদের কাছে সবচেয়ে সম্মানিত ও পবিত্র দুই মসজিদ। এখানকার নামাজের ফজিলত অন্যান্য মসজিদের তুলনায় অনেকগুণ বেশি।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:
“মসজিদুল হারামে এক ওয়াক্ত নামাজ এক লক্ষ নামাজের সমান, আমার এই মসজিদে (মসজিদে নববি) এক ওয়াক্ত নামাজ এক হাজার নামাজের সমান এবং বাইতুল মাকদাসে এক নামাজ ৫০০ নামাজের সমান।”
— [মাজমাউয যাওয়াইদ: ৪/১১]
আরেক হাদীসে ইবনে উমর (রা.) থেকে বর্ণিত,
“আমার এই মসজিদে এক ওয়াক্ত নামাজ, মসজিদে হারাম ছাড়া অন্য যেকোনো মসজিদে আদায় করা এক হাজার নামাজ থেকেও উত্তম।”
— [সহিহ বুখারি: ১১৯০, সহিহ মুসলিম: ১৩৯৪]
১১৬ বার পড়া হয়েছে