সর্বশেষ

সারাদেশ

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ ৮:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল সদর থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশকে (৩৫) গ্রেফতার করেছে।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সদর পৌরসভার দুর্গাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত পলাশ সদর উপজেলার দুর্গাপুর গ্রামের মিনা ওয়াহিদুজ্জামানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট নড়াইলের মালিবাগ এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটে। সেসময় বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও শারীরিক হামলার অভিযোগ ওঠে।

এই ঘটনায় ওই বছরের ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ।

মামলায় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি আরও ৪০০–৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়।

জানা গেছে, রকিবুজ্জামান পলাশ এ মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জামিল কবির জানান, পলাশকে নাশকতা মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাকে আদালতে তোলা হবে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন