রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বর: তারিখ পরিবর্তনে কমিশনের নতুন ঘোষণা

বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ ৩:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ ফের পরিবর্তন করে ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
বুধবার (২৭ আগস্ট) রাত ৮টায় এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশন ভোটগ্রহণের নতুন তারিখ হিসেবে ২৮ সেপ্টেম্বর ঘোষণা করলেও তাৎক্ষণিক প্রতিবাদ জানান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী ও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। কারণ, ২৮ সেপ্টেম্বর হিন্দু ধর্মাবলম্বীদের মহাষষ্ঠীর দিন। বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন রাতে জরুরি বৈঠকে বসে এবং সিদ্ধান্ত পরিবর্তন করে ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণের তারিখ চূড়ান্ত করে।
নির্বাচন কমিশনের প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী:
মনোনয়নপত্র বিতরণ: শেষ তারিখ ৩১ আগস্ট
মনোনয়নপত্র দাখিল: ১-৪ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর
মনোনয়নপত্র বাছাই: ৮-৯ সেপ্টেম্বর
প্রাথমিক প্রার্থীতালিকা প্রকাশ: ১১ সেপ্টেম্বর
আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি: ১৪ সেপ্টেম্বর
মনোনয়নপত্র প্রত্যাহার: ১৫ সেপ্টেম্বর
চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ: ১৬ সেপ্টেম্বর
ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ: ২৫ সেপ্টেম্বর
প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম বলেন, “সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। এছাড়া নির্বাচনী সময়সূচিতে কিছু নতুন তারিখ সংযোজন করা হবে, যা পরবর্তীতে জানানো হবে।”
রাকসু নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক উন্মাদনা বাড়ছে। বহু বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
১২৫ বার পড়া হয়েছে