রিজার্ভে উর্ধ্বগতি: ফের ৩১ বিলিয়ন ডলারের ঘরে বাংলাদেশ

বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ ৩:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
বুধবার (২৭ আগস্ট) দিন শেষে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) প্রণীত BPM6 পদ্ধতি অনুযায়ী এই অঙ্ক দাঁড়ায় ২৬ দশমিক ৩১ বিলিয়ন ডলার।
এর আগের রোববার (২৪ আগস্ট) গ্রস রিজার্ভ ছিল ৩০ দশমিক ৮৬ বিলিয়ন ডলার এবং BPM6 অনুযায়ী ছিল ২৫ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। জুলাইয়ের শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ২ দশমিক ০২ বিলিয়ন ডলার পরিশোধের কারণে একপর্যায়ে রিজার্ভ হ্রাস পেয়ে গ্রস হিসাবে দাঁড়ায় ২৯ দশমিক ৫৩ বিলিয়ন এবং BPM6 অনুযায়ী ২৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে।
তবে জুন মাসে রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর ঋণ সহায়তার কারণে রিজার্ভে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যায়। ওই সময়ে গ্রস রিজার্ভ ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা গত ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ। একই সময় BPM6 অনুযায়ী রিজার্ভ ছিল ২৬ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভে পৌঁছেছিল দেশটি। তবে পরবর্তীতে ধারাবাহিক পতনের কারণে ২০২৪ সালের জুলাই শেষে এটি নেমে আসে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।
বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপ—বিশেষ করে অর্থপাচারে কঠোর নজরদারি, হুন্ডি রোধ, এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর উৎসাহ প্রদান—এসবের ফলে বৈদেশিক আয় বৃদ্ধির ধারা ফিরে এসেছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ে প্রায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যার পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে।
১১৪ বার পড়া হয়েছে