সর্বশেষ

জাতীয়

আলুর ন্যায্যমূল্য নির্ধারণ, সরকার কিনবে ৫০ হাজার টন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ ৩:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আলুচাষিদের উৎপাদন খরচ অনুযায়ী ন্যায্যমূল্য নিশ্চিত করতে হিমাগার গেটে আলুর কেজি প্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করেছে সরকার।

পাশাপাশি কৃষকের স্বার্থ রক্ষায় সরকারিভাবে ৫০ হাজার টন আলু কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাজারে আলুর বিক্রয়মূল্য উৎপাদন ব্যয়ের তুলনায় অনেক কম হওয়ায় চাষিরা ক্ষতির মুখে পড়েছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশে গঠিত একটি চার সদস্যবিশিষ্ট পর্যালোচনা কমিটির সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পর্যালোচনা কমিটির সভাপতি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং সদস্য হিসেবে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিব।

সরকার ঘোষিত সিদ্ধান্তসমূহ হলো:

১. হিমাগারে সংরক্ষিত আলুর ক্ষেত্রে গেটপ্রতি কেজিতে সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ।

২. সরকারিভাবে ৫০ হাজার টন আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করা হবে, যা আগামী অক্টোবর-নভেম্বর মাসে বাজারে ছাড়া হবে।

৩. আগামী মৌসুমে আলুচাষিদের জন্য প্রণোদনা প্রদান করা হবে।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপগুলোর লক্ষ্য হলো উৎপাদন মৌসুমে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং বাজারে আলুর সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখা।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন