সর্বশেষ

জাতীয়

শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে দুঃখ প্রকাশ ডিএমপি কমিশনারের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ ৩:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর শাহবাগে তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে শাহবাগে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলতে আসেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, “আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। ডিএমপি কমিশনার হিসেবে আমি এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করছি।’’

তিনি আরও জানান, ঘটনার সুষ্ঠু তদন্তে আগামীকাল (বৃহস্পতিবার) একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের সবাইকে অনেক স্নেহ ও ভালোবাসা জানাই। তোমরা ভালো থাকো—এই কামনাই করি।”

এ সময় রংপুরে শিক্ষার্থীদের সঙ্গে ঘটে যাওয়া আরেকটি ঘটনার প্রসঙ্গ টেনে ডিএমপি কমিশনার জানান, তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। ঘটনার পর দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) তদন্তে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার।

উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাধিক দাবিতে চলমান আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বুধবারের ঘটনায় আন্দোলনের পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে, যা পরবর্তীতে পুলিশের দুঃখপ্রকাশ ও আশ্বাসে কিছুটা শান্ত হয়।

৯৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন