বান্দরবানে লক্ষী পদ দাশের ৫ মাস পর কারাগার থেকে জামিনে মুক্তি

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৩:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ দীর্ঘ পাঁচ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) সকালে বান্দরবান জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
জেল সুপার মো. আনোয়ারুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, “হাইকোর্ট গত ২৫ আগস্ট তার জামিন মঞ্জুর করে। আদালতের কাগজপত্র হাতে পাওয়ার পর আজ সকালে তাকে মুক্তি দেওয়া হয়েছে।”
জানা গেছে, গত জুলাই মাসে বান্দরবানে সংঘটিত গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলাসহ মোট চারটি মামলায় জামিন পান লক্ষী পদ দাশ। এসব মামলার মধ্যে একটি ছিল গণঅভ্যুত্থান-সম্পর্কিত, যার অভিযোগে রাজনৈতিক প্রতিপক্ষসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মামলা করা হয়।
মামলাগুলোর পর তিনি আত্মগোপনে চলে যান এবং দীর্ঘদিন ঢাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ মার্চ ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অবশেষে হাইকোর্ট থেকে জামিন পেয়ে পাঁচ মাস পর কারামুক্ত হলেন এই আওয়ামী লীগ নেতা।
১২৪ বার পড়া হয়েছে