সর্বশেষ

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বৃহস্পতিবার প্রকাশ করবে ইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত রোডম্যাপ অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোডম্যাপটি আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব মো. আখতার হোসেন।

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সচিব বলেন, "রোডম্যাপ আমার টেবিলে রয়েছে। আমরা যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছি, তা প্রকাশের জন্য কাল পর্যন্ত অপেক্ষা করুন। এই রোডম্যাপের ওপর অনেক বিষয় নির্ভর করছে—আমরা তা জানি ও বুঝি।"

এর আগে নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমান জানান, কমিশন ইতোমধ্যে রোডম্যাপ অনুমোদন করেছে এবং তা দু-এক দিনের মধ্যেই প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ অনুযায়ী, ডিসেম্বরের প্রথমদিকে তফসিল ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। রোডম্যাপে যেসব বিষয় অন্তর্ভুক্ত থাকবে, তার মধ্যে রয়েছে—ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী প্রশিক্ষণ, ভোটকেন্দ্র নির্ধারণ, ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল তৈরি, নির্বাচন সংক্রান্ত ম্যানুয়াল প্রস্তুত, প্রয়োজনীয় আইন সংস্কার ও নির্বাচনী উপকরণ ক্রয় প্রক্রিয়া।

ইসি বলছে, নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি জোরদার করা হচ্ছে।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন