মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন রিমঝিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আবাসন খাতে আস্থা এবং নির্ভরতার স্বীকৃতিস্বরূপ ২৫তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন রিমঝিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউর রহমান।
বাংলাদেশের রিয়েল এস্টেট জগতে বিশেষ অবদানের জন্য এই সম্মাননায় ভূষিত হন তিনি। ওয়ালিউর রহমান জাতীয় দৈনিক নয়া শতাব্দীর প্রকাশক।
মঙ্গলবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মিলেনিয়াম প্লাজা ডাউন টাউন হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের ভিন্নভিন্নক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরুপ বিশিষ্টজনদের সম্মাননা দেয়ার আয়োজন করে মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি। সাংস্কৃতিক আয়োজন শেষে শুরু হয় সম্মাননা প্রদান। ওয়ালিউর রহমানের হাতে সম্মাননা পদক তুলে দেন ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবং সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা ইয়াকুব আল আলি।
এ বছর সংগীতে অবদানের জন্য কবিতা কৃষ্ণ মূর্তি, সামাজিক ক্ষেত্রে নাদিয়া আল সাইয়িদ, সাহিত্যে কবি ড. শিহাব ঘানেম, অভিনয়ে রাজপাল যাদব, বাণিজ্যে শ্রী হর্ষবর্ধন নিয়তিয়া, হলিউড স্টুডিও ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক তারিক আহমেদ নিজামি, চিকিৎসা ক্ষেত্রে ডাক্তার সরোষ মন্ডলসহ অন্যদের সম্মানিত করা হয়।
১৬৪ বার পড়া হয়েছে