বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৭ সন্ত্রাসী

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৯:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের আফগান সীমান্তসংলগ্ন ঝোব জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ৪৭ সন্ত্রাসী নিহত হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিরাপত্তা বাহিনীর বরাতে প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান সীমান্তবর্তী সাম্বাজা এলাকা দিয়ে একদল সশস্ত্র ব্যক্তি পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে তাদের ওপর গুলি চালায় নিরাপত্তা বাহিনী। পাল্টা গুলিতে জড়িয়ে পড়ে অনুপ্রবেশকারীরাও। এতে ৪৭ জন সন্ত্রাসী নিহত হয়।
নিহতদের সবাই আফগান নাগরিক এবং তালেবানদের সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে ধারণা করছে নিরাপত্তা বাহিনী। ধারণা করা হচ্ছে, তারা পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানে (টিটিপি) যোগ দিতেই সীমান্ত পার হচ্ছিল।
কতজন নিরাপত্তাকর্মী অভিযানে হতাহত হয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, বেশিরভাগ অনুপ্রবেশকারী নিহত হয়েছে এবং বাকিরা পালিয়ে গেছে।
উল্লেখ্য, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (PICSS)-এর তথ্যমতে, ২০২৫ সালের জুন মাসে দেশজুড়ে ৭৮টি সন্ত্রাসী হামলা ঘটেছে, যাতে নিহত হয়েছে ১০০ জনের বেশি মানুষ।
১২৫ বার পড়া হয়েছে