সর্বশেষ

জাতীয়

চন্দ্রনাথ পাহাড়ের সিঁড়ি সংস্কারের কাজ  শিগগিরই শুরু হবে: প্রেস সচিব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ঐতিহাসিক চন্দ্রনাথ মন্দিরে যাতায়াতের সিঁড়ির উন্নয়ন কাজ খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‌“পাহাড়ের চূড়ায় পৌঁছাতে প্রায় ১২০০ ফুট উঁচু সিঁড়ি ব্যবহার করতে হয়। এটি বর্তমানে যেভাবে আছে, তার উন্নয়ন জরুরি। উপদেষ্টামণ্ডলীর তিন সদস্য দ্রুত সংস্কার কাজ শুরুর নির্দেশ দিয়েছেন।”

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর রেলভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

প্রেস সচিব আরও বলেন, “চন্দ্রনাথ পাহাড় হিন্দু ধর্মাবলম্বীদের একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান, যা হাজার বছরের ঐতিহ্য বহন করে। সেখানে প্রায় ৪০০ মন্দির রয়েছে। এ স্থানকে কেন্দ্র করে কোনো ধর্মীয় উসকানি বা সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না।” এ বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে অন্যান্য সমস্যাগুলোরও দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেন প্রেস সচিব।

এছাড়া রাজধানীর খিলক্ষেতে দুটি মসজিদ ও একটি মন্দিরের জন্য রেলওয়ে জমি বরাদ্দের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “রেলওয়ের আইনে ধর্মীয় প্রতিষ্ঠানকে জমি দেওয়ার কোনো উল্লেখ নেই। তবে আইন সংশোধন করে স্থায়ীভাবে জমি বরাদ্দ দেওয়া হয়েছে, যাতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো স্বাচ্ছন্দ্যে তাদের কার্যক্রম চালাতে পারে।”

এর আগে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান খিলক্ষেত রেলওয়ে জামে মসজিদ, আন-নূর জামে মসজিদ ও সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের অনুকূলে জমি বরাদ্দ দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এবং ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন