সর্বশেষ

জাতীয়

ওমরাহ যাত্রী ও শিক্ষার্থীদের জন্য বাড়তি ব্যাগেজ সুবিধা 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৯:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিদেশগামী শিক্ষার্থী এবং ওমরাহ পালনে যাওয়া যাত্রীদের জন্য বিশেষ সুযোগ চালু করেছে দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার।

সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ দুই শ্রেণির যাত্রীদের জন্য অতিরিক্ত ২০ কেজি ব্যাগেজ বহন এখন সম্পূর্ণ বিনামূল্যে।

এ সুবিধার আওতায় অভ্যন্তরীণ রুটে ভ্রমণকালে তারা মোট ৪০ কেজি পর্যন্ত চেক-ইন ব্যাগেজ বহনের সুযোগ পাবেন, যেখানে সাধারণ যাত্রীরা পেয়ে থাকেন ২০ কেজি চেক-ইন এবং ৭ কেজি হ্যান্ড ব্যাগেজ সুবিধা।

নভোএয়ার-এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, “আমরা সবসময় যাত্রীদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী করতে কাজ করি। ওমরাহ যাত্রী ও বিদেশগামী শিক্ষার্থীদের কথা মাথায় রেখে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা চালু করেছি।”

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে দেশের চারটি অভ্যন্তরীণ গন্তব্য—চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর ও সিলেট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন