সর্বশেষ

সারাদেশ

উল্টো পথে আসা ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ত্রিশালে উল্টো পথে আসা দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে।

ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন দুই জন, আহত হয়েছেন আরও একজন।

বুধবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি ময়মনসিংহগামী লেনে উল্টো পথে ঢাকার দিক থেকে আসছিল।

নিহতদের পরিচয়
নিহত দুই জন হলেন— ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা গ্রামের বাসিন্দা, সিএনজি চালক আব্দুল মতিন (৪৫), এবং একই এলাকার হাফিজ উদ্দিন (৫৩)।
তাদের একজন দুর্ঘটনার সময় যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহত ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি ট্রাক বিপরীতমুখী লেনে এসে মহাসড়কের লিটনের বাড়ির সামনে থাকা একটি সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়, এবং একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আইনি পদক্ষেপ
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে, তবে সিএনজি অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন