সর্বশেষ

সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে বোধন থিয়েটার কুষ্টিয়ার ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রনজক রিজভী
রনজক রিজভী

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী বোধন থিয়েটার ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির সদস্যরা অংশ নেন এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোধনের জুনিয়র সদস্য ফাহিম হাসান। উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল আসলাম আলী, অর্থ সম্পাদক শহীদুর রহমান রবি, সিনিয়র সদস্য শাহীন সরকার, শাহনেওয়াজ আনসারী মঞ্জু, খলিলুর রহমান মজু, আশরাফুন নাহার দীনু, আলতাফুন নাহার দীপু, কহিনুর খানম, হোসনে আরা ফাতেমা, আনোয়ার বাবু, শামীম চৌধুরী, আরেফিন পাপ্পু, কৌশিক শাওন, সেলিম আহমেদ, সায়েম, পৃথিবী, বাঁধন, স্বর্ণা, আকাশ চক্রবতী, ইমতিয়াজ দীপু, নান্টু আলম, মুজিব শিপলু, আনিস, আসাদুল লাবলু প্রমুখ। এছাড়া শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সুজন রহমান, যাত্রা উন্নয়ন পরিষদের সভাপতি ও বোধনের নাট্যযোদ্ধা আয়ুব হোসেনও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নাট্যকর্মীরা একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। এ সময় সংগীত পরিবেশন করেন সুজন রহমান, রোকসানা পারভীন, কহিনুর খানম, আশরাফুন নাহার দীনু ও হোসনে আরা ফাতেমা। পরে, 'চন্দ্রাবতী কথা' নাটকের একটি গানের মাধ্যমে সকল সদস্যরা একসঙ্গে গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বোধন থিয়েটারের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আমিরুল ইসলাম। তিনি এই মহেন্দ্রক্ষণে সকলকে স্মরণ করেন। প্রয়াত সদস্যদের অবদানের কথাও উল্লেখ করেন।

পুরো অনুষ্ঠানটি সম্পন্ন করতে নেতৃত্ব দেন বোধন থিয়েটারের সেক্রেটারি জেনারেল নাট্য ব্যক্তিত্ব আসলাম আলী।

বোধন থিয়েটার – মানে সৃজনশীলতা, শিল্প, আনন্দ ও সুস্থ নাট্যচর্চার কেন্দ্র। ১৯৭৯ সালের ২৬ আগস্ট এই সংগঠনটির যাত্রা শুরু হয়। দীর্ঘ পথচলায় এটি কুষ্টিয়ার সাংস্কৃতিক চেতনায় অমূল্য অবদান রেখে আসছে। বিশেষ করে নাট্যচর্চার মাধ্যমে মানবিক মূল্যবোধ ও সমাজ সচেতনতা গড়ে তুলতে বোধন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

বোধন তার পথচলার সময়কালেই অসংখ্য নাটক উপস্থাপন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু নাটক হলো— ‘শুধু করি ভূমির নামে’, ‘বকফুল কন্যা’, ‘কোর্ট মার্শাল’, ‘ত্যাগ’, ‘চন্দ্রাবতী কথা’, ‘চোর চোর’, ‘থিয়েটার বাবু’, ‘হারাধনের দশটি ছেলে’, ‘রাইফেল’, ‘জুতা আবিষ্কার’, ‘জোছনা রাতে সবাই গেছে বনে’, ‘আলো একটু আলো’, ‘ওরা কদম আলি’, ‘হীরক রাজার দেশে’, ‘ইঙ্গিত’, ‘মিছিল’, ‘গুপ্তধন’, ‘একটি অবাস্তব গল্প’সহ অসংখ্য নাটক।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন