সর্বশেষ

খেলা

ফের ফিফার নিষেধাজ্ঞার ঝুঁকিতে ভারতীয় ফুটবল

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৯:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতীয় ফুটবলে আবারও অনিশ্চয়তার কালো মেঘ। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) একযোগে সতর্ক করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-কে।

যদি নির্ধারিত সময়সীমার মধ্যে সংবিধান সংশোধন এবং আদালতের অনুমোদন সম্পন্ন না হয়, তবে আবারও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়তে পারে ভারতীয় ফুটবল।

মঙ্গলবার (২৬ আগস্ট) এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেকে পাঠানো চিঠিতে ফিফা জানায়, সংবিধান চূড়ান্ত করতে এবং তা কার্যকর করতে বারবার দেরি হওয়ায় তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’। ২০১৭ সাল থেকে এই প্রক্রিয়া ঝুলে রয়েছে। এবার ৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে ফিফা জানিয়ে দিয়েছে—এরপরও নির্দেশনা বাস্তবায়িত না হলে ভারতের সদস্যপদ স্থগিত করা হতে পারে।

চিঠিতে আরও বলা হয়েছে, সংবিধান সংশোধনের কাজ যেন সরকারি সংস্থা বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই সম্পন্ন হয় এবং তা অবশ্যই ফিফা ও এএফসি’র নিয়ম অনুযায়ী হতে হবে।

এর আগেও নিষেধাজ্ঞায় পড়েছিল ভারত
২০২২ সালের ১৬ আগস্ট, ভারতের ফুটবল ফেডারেশন প্রথমবারের মতো ফিফার নিষেধাজ্ঞায় পড়ে। তখন সুপ্রিম কোর্ট নিয়োজিত কমিটি ফেডারেশনের কার্যক্রম চালাচ্ছিল, যা ফিফার চোখে ছিল 'তৃতীয় পক্ষের হস্তক্ষেপ'। মাত্র ১৫ দিন পর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও, দীর্ঘমেয়াদি সংস্কার কার্যত থেমে যায়।

পরে নির্বাচনের মাধ্যমে কল্যাণ চৌবে সভাপতি নির্বাচিত হন, তবে তাঁর নেতৃত্বেও কাঙ্ক্ষিত সংস্কার হয়নি। বরং অনেক সাবেক ফুটবলার মনে করেন, বর্তমান অচলাবস্থার পেছনে চৌবের প্রশাসনিক ব্যর্থতাই বড় কারণ।

ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ অনিশ্চিত
ফিফার কড়া বার্তার পর ভারতীয় ফুটবল এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যদি নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংশোধন করে সুপ্রিম কোর্টের অনুমোদন না নেওয়া হয়, তাহলে ভারতের জাতীয় দল ও ক্লাবগুলো আবারও আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে।

২২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন