সর্বশেষ

জাতীয়

প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৮:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তিন দফা দাবিতে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির আওতায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে যাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়।

এতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, লাঠিচার্জ এবং জল কামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এই সময় শাহবাগ এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর আগে শিক্ষার্থীরা সকাল থেকে বুয়েট ক্যাম্পাসে জমায়েত হয়ে টিএসসি ও চারুকলা হয়ে শাহবাগে অবস্থান নেয় এবং সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তারা ঘোষণা দেয়, বিকেল ৩টার মধ্যে তিনজন উপদেষ্টা আন্দোলনকারীদের সঙ্গে কথা না বললে তারা যমুনার সামনে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাবে।

শিক্ষার্থীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অপ্রত্যাশিতভাবে হামলা চালিয়েছে। তবে পুলিশ বলছে, প্রধান উপদেষ্টার নিরাপত্তার কথা বিবেচনা করেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো:
১. ৯ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিদ্যমান ৩৩% কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ।
২. ১০ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০% কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত নিয়োগ।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার না করা এবং অবৈধ ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।

এ আন্দোলনে বুয়েটের সহকারী অধ্যাপক ইফতেখারুল ইসলাম ইমন সংহতি প্রকাশ করেছেন। এর আগের দিন, ২৬ আগস্ট, শিক্ষার্থীরা একই দাবিতে শাহবাগে পাঁচ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেন।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন