ধামরাইয়ে পরকীয়ার জেরে বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ৪

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৭:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে পরকীয়া সম্পর্কের জেরে ছুরিকাঘাতে ফজলুল হক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনও পলাতক রয়েছেন প্রধান অভিযুক্তসহ কয়েকজন।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ধামরাই থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির এ তথ্য জানান।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাতটার দিকে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের রূপনগর বুড়ির ভিটা এলাকায় একটি ব্রিজের কাছে ফজলুল হক ও তার সহকর্মী মফিজুল ইসলাম (৪০)-কে ছুরিকাঘাত করে একদল সন্ত্রাসী। স্থানীয়রা তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফজলুল হককে মৃত ঘোষণা করেন। মফিজুল এখনও চিকিৎসাধীন।
ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—সাভারের রাকিব হাসান হৃদয় (২৩), মানিকগঞ্জের মজনু শেখ (৪২), ভোলার হোসেন আলী (২০) এবং মানিকগঞ্জের শাহীন মিয়া ওরফে নাইম (২২)। অভিযানে তিনটি ধারালো সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়েছে। এখনও পলাতক রয়েছেন আকাইল ওরফে আকাশ নামের এক ব্যক্তি, যিনি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে ধারণা করছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ জানায়, নিহত ফজলুল হকের সঙ্গে পলাতক আকাশের স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। ঘটনার দিন ফজলুল, মফিজুল এবং আকাশের স্ত্রী একসঙ্গে ঘুরতে গেলে আকাশ ও তার সহযোগীরা সেখানে উপস্থিত হয়ে তাদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় মঙ্গলবার ধামরাই থানায় একটি মামলা (নম্বর-৩৪) দায়ের করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৬০ বার পড়া হয়েছে