সর্বশেষ

জাতীয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৬:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণবার্ষিকী। ১৩৮৩ বঙ্গাব্দের এই দিনে, ১৯৭৬ সালে, ঢাকায় ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের বিদ্রোহী প্রাণপুরুষ।

দীর্ঘদিন অসুস্থ ও নির্বাক অবস্থায় থাকার পর কবির মহাকাব্যিক জীবনের পরিসমাপ্তি ঘটে।

১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নজরুল। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা কবি কৈশোরেই জীবন সংগ্রামের সঙ্গে পরিচিত হন। তিনি ছিলেন লেটো গানের দল, সেনাবাহিনী, সাংবাদিকতা ও রাজনীতির সঙ্গে যুক্ত—যার প্রতিফলন পড়েছে তাঁর সাহিত্যকর্মে।

নজরুল ছিলেন একাধারে কবি, গীতিকার, সুরকার, নাট্যকার, সাংবাদিক, সম্পাদক ও সৈনিক। ১৯২২ সালে প্রকাশিত তাঁর 'বিদ্রোহী' কবিতা বাংলা কাব্যজগতে নতুন মাত্রা এনে দেয়। ওই একই বছরে প্রকাশিত ‘ধূমকেতু’ পত্রিকা ও ‘রাজবন্দীর জবানবন্দী’ রচনার কারণে তাঁকে কারাদণ্ড ভোগ করতে হয়।

নজরুলের সাহিত্য ও সংগীতে ছিল সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার দীপ্ত প্রকাশ। তিনি যেমন ইসলামী গজল লিখেছেন, তেমনি রচনা করেছেন শ্যামাসংগীত ও ভক্তিমূলক গান। প্রায় তিন হাজার গান রচনা ও সুরারোপ করে তিনি বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছেন, যা আজ নজরুলসংগীত নামে পরিচিত।

জীবনের মধ্যভাগে তিনি পিক্‌স ডিজিজে আক্রান্ত হয়ে সাহিত্যচর্চা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সরকার তাঁকে সপরিবারে ঢাকায় নিয়ে আসে এবং জাতীয় কবির মর্যাদা প্রদান করে। মৃত্যুর পর তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কবির ৫০তম প্রয়াণবার্ষিকী পালন করা হচ্ছে।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন