প্রকৌশলের শিক্ষার্থীদের অবরোধ, বেলা বাড়ার সাথে সাথে যানজটও তীব্র

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৬:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১১টা থেকে তারা এই অবরোধ শুরু করেন, যার ফলে শাহবাগসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
তিন দফা দাবিগুলো হলো:
১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ (Engineer) উপাধি ব্যবহার নিষিদ্ধ করা,
২. ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতির মাধ্যমে নবম গ্রেডে উন্নীত না করা,
৩. দশম গ্রেডের চাকরিতে নিয়োগে শুধুমাত্র স্নাতক প্রকৌশলীদের অগ্রাধিকার দেওয়া।
গতকাল মঙ্গলবারও একই দাবিতে শিক্ষার্থীরা পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করে কর্মসূচি পালন করেন। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় আজ আরও কঠোরভাবে কর্মসূচি বাস্তবায়ন করছেন তারা।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ জানান, "আমরা প্রথম ধাপে শাহবাগ অবরোধ করেছি। প্রয়োজনে এখান থেকে অন্য গুরুত্বপূর্ণ পয়েন্টেও আন্দোলন ছড়িয়ে দিতে পারি।"
সড়ক অবরোধের কারণে জনদুর্ভোগ:
সকাল থেকেই মৎস্য ভবন, কাঁটাবন এবং ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় তীব্র যানজটের খবর পাওয়া গেছে। শাহবাগ মোড় থেকে বাসগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ফলে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির মাহমুদ বলেন, "আমরা শুরুতে রাতে আন্দোলন করে জনদুর্ভোগ এড়ানোর চেষ্টা করেছি। কিন্তু দাবি না মানায় বাধ্য হয়ে এখন সড়ক অবরোধ করতে হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।"
ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানিয়েছেন, বিকল্প পথে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। কাঁটাবন, মৎস্য ভবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিকল্প রাস্তা খুলে দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে সংশ্লিষ্ট দপ্তর বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
১৬২ বার পড়া হয়েছে