ছুরিকাঘাতের অভিযোগে ভিপি প্রার্থী জালাল বহিষ্কার

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৩:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী ও আসন্ন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদকে হল থেকে বহিষ্কার করেছে প্রশাসন।
এ ঘটনায় তাকে পুলিশে সোপর্দও করা হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে। আহত শিক্ষার্থী রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র এবং মুহসীন হলের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দীর্ঘদিনের কথাকাটাকাটির জের ধরে জালাল আহমদ হঠাৎ করে রবিউল হকের ওপর হামলা চালান এবং তাকে ছুরিকাঘাত করেন। বর্তমানে রবিউল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত রবিউল সাংবাদিকদের জানান, “রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ জালাল রুমে এসে লাইট জ্বালায় ও উচ্চ শব্দ করে। আমি তাকে শব্দ না করতে বললে সে ক্ষিপ্ত হয়ে আমাকে বহিরাগত বলে গালাগাল করতে থাকে। প্রতিবাদ করলে সে ছুরি নিয়ে আক্রমণ করে।”
ঘটনার পরপরই হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে জালালকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, “এ ধরনের নৃশংস ঘটনার কোনো সুযোগ নেই। তার ছাত্রত্ব বাতিলের জন্যও বিশ্ববিদ্যালয় প্রশাসনে সুপারিশ করা হবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ বলেন, “ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা আসন্ন ডাকসু নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না।”
এদিকে, ঘটনার জেরে অনেক শিক্ষার্থী হল প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করেছেন। বিষয়টি নিয়ে প্রক্টর বলেন, “শিক্ষার্থীরা যদি উপাচার্যের সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে দাবি জানায়, তা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জালাল আহমদের বিরুদ্ধে অতীতেও একাধিক অভিযোগ রয়েছে। প্রক্টর জানান, আগের অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১২৬ বার পড়া হয়েছে