সর্বশেষ

সারাদেশ

২৫ কেজির পাঙ্গাশ ৬৭ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রতিনিধি

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৩:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকারের একটি পাঙাশ মাছ, যার ওজন ২৫ কেজি ৩০০ গ্রাম।

মাছটি গতকাল (মঙ্গলবার) ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৬৭ হাজার টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোয়ালন্দের দৌলতদিয়া কলার বাগান এলাকায় মাছ ধরছিলেন মানিকগঞ্জের জেলে ওমর হালদার। বিকেল ৩টার দিকে তাঁর জালে বড়সড় ঝাঁকি অনুভব করেন। কিছুক্ষণ পর জাল গুটিয়ে উঠিয়ে দেখেন, বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।

মাছটি দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকার স্থানীয় আড়তদার কেসমত সরদারের আড়তে নিয়ে আসা হয়। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা প্রতি কেজি ২ হাজার ৬০০ টাকা দরে মোট ৬৫ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন।

চান্দু মোল্লা জানান, মাছটি তাঁর নিজস্ব আড়তে এনে পরিচিত ক্রেতা ও অনলাইন মাধ্যমে প্রচার করলে ঢাকার গুলশান এলাকার এক ব্যবসায়ী ৬৭ হাজার টাকায় মাছটি কিনে নেন। বিকেলের মধ্যেই মাছটি পরিবহনের মাধ্যমে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, “সম্প্রতি এ ধরনের বড় মাছ পদ্মা নদীতে ধরা পড়ছে। দুই মাস আগে ২৩ কেজির একটি এবং তারও আগে ৩৬ কেজির আরেকটি পাঙাশ ধরা পড়েছিল। বড় মাছ পেলে যেমন জেলেরা খুশি হন, আমরাও ব্যবসায়িকভাবে লাভবান হই।”

এ বিষয়ে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, “বর্তমানে নদীতে পানি বেড়েছে এবং তা ঘোলা রয়েছে। এই অবস্থায় বড় মাছ নদীতে প্রবেশ করে, যা জেলেদের জালে ধরা পড়ছে। পদ্মার মাছ সবসময়ই জনপ্রিয়। এ ধরনের বড় মাছ ধরা পড়া জেলেদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের জন্যও সুখবর।”

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন