সর্বশেষ

জাতীয়

বিএনপি-এনসিপির হাতাহাতি: শেরেবাংলা থানায় ইসির জিডি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৩:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানিতে হাতাহাতির ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৬ আগস্ট) ইসির সিনিয়র সচিব মো. আখতার হামিদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই ঘটনায় পুলিশকে অবহিত করা হয়েছে এবং থানায় একটি জিডি করা হয়েছে। তবে জিডিতে কারো নাম উল্লেখ করা হয়নি। ইসির পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে এই সাধারণ ডায়েরি করা হয়েছে।

সচিব বলেন, “শুনানিকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। আমরা তখনই বিষয়টি পুলিশকে জানাই।”

উল্লেখ্য, গত ২৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানি চলাকালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক গড়ায় ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে। পরে ইসির কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শুনানি স্থগিত করেন।

শুনানি শেষে ইসি সচিব সংশ্লিষ্ট দুই পক্ষকে শুনানি কক্ষ ত্যাগ করার নির্দেশ দেন।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন