বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন : আগামীকাল ‘লং মার্চ' এর ঘোষণা

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
দশম গ্রেডে নিয়োগে স্নাতক প্রকৌশলীদের সুযোগ নিশ্চিত করার দাবিতে আজ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)–এর শিক্ষার্থীরা।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত স্লোগান ও মিছিল চললেও সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় আন্দোলনকারীরা ‘লং মার্চ টু ঢাকা’-এর ঘোষণা দিয়েছেন। আন্দোলনের নেতৃত্ব দেওয়া 'প্রকৌশলী অধিকার আন্দোলন'-এর সভাপতি এম ওয়ালীউল্লাহ রাতে জানান, আগামীকাল বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় সারাদেশের প্রকৌশলীরা শাহবাগে জড়ো হবেন।
তিনি বলেন, “চাকরির ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের প্রতি দীর্ঘ ৪০ বছরের বৈষম্য দূর করার এখনই সময়। আমরা সমান সুযোগ চাই, মর্যাদা চাই।”
এদিন বিকেলে বুয়েট শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রাত ৮টার দিকে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারীরা আরও জানান, তাদের দাবি শুধু স্নাতকদের সুযোগের বিষয়েই সীমাবদ্ধ নয়। তারা বলছেন, কোনো ডিপ্লোমা প্রকৌশলীকে পদোন্নতির মাধ্যমে নবম গ্রেডে উন্নীত করা যাবে না—এ দাবিও তাদের অন্যতম।
উল্লেখ্য, বিষয়টি নিয়ে সরকারি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
১০৫ বার পড়া হয়েছে