ডাকসু : চূড়ান্ত প্রার্থী ৪৭১ জন, ভিপি পদে লড়বেন ৪৫ জন

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ১:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার মোট ৪৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে নির্বাচন কমিশন।
এর আগে খসড়া তালিকায় প্রার্থীর সংখ্যা ছিল ৫০৯ জন। তবে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ২৮ জন, এবং খসড়া তালিকা থেকে বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের আর বিবেচনায় আনা হয়নি।
চলতি বছর ডাকসুর মোট ২৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব পদের মধ্যে রয়েছে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস)সহ বিভিন্ন সম্পাদকীয় পদ এবং ১৩টি নির্বাহী সদস্য পদ।
চূড়ান্ত তালিকা অনুযায়ী বিভিন্ন পদে প্রার্থীর সংখ্যা নিচে তুলে ধরা হলো:
সহ-সভাপতি (ভিপি): ৪৫ জন
সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন
সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: ১৪ জন
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন
ক্রীড়া সম্পাদক: ১৩ জন
ছাত্র পরিবহন সম্পাদক: ১২ জন
সমাজসেবা সম্পাদক: ১৭ জন
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন
মানবাধিকার ও আইন-বিষয়ক সম্পাদক: ১১ জন
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: ১৫ জন
নির্বাহী সদস্য পদে: ২১৭ জন
উল্লেখ্য, গত ১২ থেকে ১৯ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের পর ২০ আগস্ট ছিল জমাদানের শেষ দিন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
১২০ বার পড়া হয়েছে